সিলেটবৃহস্পতিবার , ১ নভেম্বর ২০১৮
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

’মওলানা ভাসানী ছিলেন সকল অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে আপসহীন’

Ruhul Amin
নভেম্বর ১, ২০১৮ ৯:৪২ পূর্বাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট: মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা বুধবার নগরীর দাঁড়িয়াপাড়াস্থ শ্রীহট্ট বই মেলা প্রকাশনী প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। মাওলানা ভাসানী ফাউন্ডেশন সিলেটের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, মওলানা ভাসানী ছিলেন সকল অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে আপসহীন যোদ্ধা। তিনি নিপীড়িত-নির্যাতিত মানুষের প্রকৃত বন্ধু। সকল লোভ লালসা ও ক্ষমতার ভীতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অন্যায়ের বিরুদ্ধে তিনি গর্জে উঠতেন। বক্তারা বলেন, দেশ ভাগের পূর্বে ভারতে ‘বাঙাল খেদাও আন্দোলনের সময় মওলানা ভাসানী বাঙালীদের পক্ষে অবস্থান নিয়েছিলেন। কোন ভয়ভীতি তাকে পিছপা করতে পারেনি। তাই বর্তমান সময়ে সমাজের শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে হলে ভাসানীর রেখে যাওয়া নীতি ও আদর্শ অনুসরণ করা প্রয়োজন।
মওলানা ভাসানী ফাউন্ডেশন সিলেটের সহ-সভাপতি একেএম আহাদুস সামাদের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক এডভোকেট মোবারক হোসেনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, মওলানা ভাসানীর ঘনিষ্ট সহচর বিশিষ্ট রাজনীতিবীদ ভাষা সৈনিক অধ্যক্ষ মাসউদ খান, প্রধান আলোক হিসেবে বক্তব্য রাখেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ডীন ড. মো. আবুল কাশেম। অনুষ্ঠানে বিশেষ আলোচকের বক্তব্য রাখেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট এমাদুল্লাহ শহীদুল ইসলাম শাহীন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি সিলেট জেলা সভাপতি কমরেড আবুল হোসেন, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেটের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহীন আলম, বাসদ মার্কসবাদী সিলেটের সমন্বয়ক কমরেড উজ্জল রায়, সংগঠনের সদস্য আমিন আহমদ, সিলেট জেলা জাতীয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হোসেন, সিলেট ন্যাপে সাবেক সভাপতি ইছহাক আলীর পুত্র ইছমত ইবনে ইছহাক। এ সময় উপস্থিত ছিলেন, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট শহর পূর্বাঞ্চল কমিটির সভাপতি মো. খোকন আহমদ, জাতীয় ছাত্রদল সিলেট শহর পূর্বাঞ্চল কমিটির আহ্বায়ক মো. আব্দুস সালাম, জাতীয় ছাত্রদল শাবিপ্রবি শাখার সভাপতি রামকৃষ্ণ প্রমুখ। সভায় ভাসানী অনুসারী পরিষদ সিলেট শাখার সাধারণ সম্পাদক খন্দকার ফরিদ উদ্দিন আহমদ এর মৃত্যুতে শোক প্রস্তাব পাঠ করেন কয়েছ আহমদ সাগর।